আজমিরীগঞ্জ প্রতিনিধি।। আজমিরীগঞ্জে শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ দুই চেয়ারম্যানের দ্বন্দ্বের জেরে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তি মদরিছ মিয়া তালুকদার (৫০) আব্দুল শুকুর তালুকদারের পুত্র।
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধায় উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘদিন ধরে শিবপাশা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নলীউর রহমান তালুকদার এবং সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার এর মধ্যে এলাকার আধিপত্য বিস্তার ও বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিলো।
এরই জেরে বৃহস্পতিবার বিকাল চারটার দিকে আলী আমজাদ তালুকদার গ্রুপের তৌফিক মিয়া তালুকদারের সাথে নলীউর রহমান তালুকদার গ্রুপের হারুন মিয়া একটি পুকুরের জায়গা নিয়ে বাক বিতন্ডা বাঁধে। বাক বিতন্ডার এক পর্যায়ে উভয় পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের এক পর্যায়ে তৌফিক মিয়ার ভাই মদরিছ মিয়া গুরুতর আহত হন।
https://websites.co.in/refer/168184
আহত অবস্থায় স্থানীরা ও স্বজনরা মদরিছ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই সংঘর্ষ প্রায় ১০ জন আহত হয়েছে।
এই বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বর্তমানে ঘটনাস্থলে যাচ্ছি।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply