স্পোর্টস ডেস্ক।। দেড় বছরের অপেক্ষার অবসান! ব্রাজিল দলে অবশেষে ফিরলেন নেইমার জুনিয়র। বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য কোচ দরিভাল জুনিয়র ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন, যেখানে সবচেয়ে বড় চমক নেইমারের প্রত্যাবর্তন।
শেষবার নেইমার ব্রাজিলের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে, উরুগুয়ের বিপক্ষে। কিন্তু সেই ম্যাচেই ভয়াবহ চোটে পড়েন, যা তার হাঁটুকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে পাঠায়। আল-হিলালের জার্সিতে খেলা তো দূরের কথা, পুরো এক বছর ফুটবলে ফেরাই হয়ে গিয়েছিল অনিশ্চিত। তবে কঠিন সময় পার করে, দুর্দান্তভাবে কামব্যাক করেছেন তিনি সান্তোসের হয়ে। ক্যাম্পিওনাতো পাউলিস্তার সেমিফাইনালে দলকে তুলে এখন প্রস্তুত জাতীয় দলের জার্সিতে নতুন ইনিংস শুরু করতে।
নেইমারের সঙ্গে আরেকজন অভিজ্ঞ ফুটবলারকেও স্কোয়াডে ফিরিয়েছেন দরিভাল জুনিয়র—অস্কার! চীনের ফুটবল ছেড়ে সাও পাওলোতে যোগ দেওয়া এই মিডফিল্ডারকেও এবার বাছাইপর্বের ম্যাচে বড় ভূমিকা রাখতে দেখা যেতে পারে। তবে তরুণদের মধ্যে আলোচিত নাম এন্দ্রিক ও এস্তেভাওকে রাখা হয়নি স্কোয়াডে।
https://websites.co.in/refer/168184
নেইমার কি তার অভিজ্ঞতা দিয়ে ব্রাজিলকে আবারও বিশ্বকাপের পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন? কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচগুলোয় তার পারফরম্যান্সই হয়তো দেবে সেই প্রশ্নের উত্তর!
আসন্ন দুই ম্যাচে ব্রাজিলের স্কোয়াড
গোলকিপার : আলিসন বেকার (লিভারপুল), বেন্তো ম্যাথিউস (আল-নাসর), এডারসন মোয়ারেস (ম্যানচেস্টার সিটি)
ডিফেন্ডার : ভেন্ডারসন (মোনাকো), ওয়েসলি, লিও ওরটিস, দানিলো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), মার্কিনিয়োস (পিএসজি), মুরিলো (নটিংহাম), গুইলার্মে অ্যারেনা (আতলেটিকো মিনেইরো)।
মিডফিল্ডার : আন্দ্রে (উল্ভস), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), গারসন (ফ্ল্যামেঙ্গো), জোয়েলিংটন (নিউক্যাসল)
ফরোয়ার্ড : নেইমার (সান্তোস), এস্তাভো (পালমেইরা), জোয়াও পেদ্রো (ব্রাইটন), রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), স্যাভিনিও (ম্যানচেস্টার সিটি), ম্যাথিউস কুনহা (উল্ভস)।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply