1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

নেইমারের বার্সায় ফেরার স্বপ্ন শেষ

  • আপডেটের সময়: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩৯ ভিউ

ব্রাজিল তারকা নেইমার ইউরোপে ফেরার জন্য মরিয়া। তবে তার প্রিয় ক্লাব বার্সেলোনা সাফ জানিয়ে দিয়েছে—এই গল্পের পুনরাবৃত্তি আর হবে না! কাতালানদের স্পোর্টিং ডিরেক্টর ডেকো স্পষ্ট করে দিয়েছেন, ব্রাজিলিয়ান তারকার জন্য কাম্প ন্যুয়ের দরজা বন্ধ।

 

২০১৭ সালে বিশ্বরেকর্ড ট্রান্সফারে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই নেইমারের বার্সায় ফেরার গুঞ্জন চলছিল। তবে স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ট জানিয়েছে, ডেকো তার প্রত্যাবর্তনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিয়েছেন।

 

কারণ? নেইমারের সাম্প্রতিক ফর্ম বার্সার পরিকল্পনার সঙ্গে মানানসই নয়। তাছাড়া, ক্লাবের তরুণ প্রতিভাদের ওপর তার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে কাতালানরা।

https://websites.co.in/refer/168184

এদিকে বার্সার জার্সিতে দুর্দান্ত সাফল্য পেয়েছিলেন নেইমার—১৮৬ ম্যাচে ১০৫ গোল, ৭৬ অ্যাসিস্ট, দুটি লা লিগা, একবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়। কিন্তু পিএসজি এবং আল-হিলালের হয়ে চোটের ধাক্কায় ছন্দ হারান তিনি।

 

২০২৫ সালে আল-হিলাল থেকে চুক্তি বাতিল করে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। কিন্তু ইউরোপে ফেরার স্বপ্ন এখনও তাড়া করছে তাকে।

 

 

বার্সেলোনা তার জন্য নয়—এটা নিশ্চিত। তবে নেইমার কি সিরি আ কিংবা প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে নতুন করে ভাগ্য পরীক্ষা করবেন? আপাতত, তিনি সান্তোসের হয়ে করিন্থিয়ান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

 

সময়ই বলে দেবে, ইউরোপে ফেরার স্বপ্ন নেইমারের জন্য আদৌ বাস্তব হবে কিনা!

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com