1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

টাইব্রেকারে কপাল পুড়ল লিভারপুলের, শেষ আটে পিএসজি

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩৭ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ আর্নে স্লট যা বলেছিলেন, সেটা ঠিক প্রমাণ করে ম্যাচের শুরু থেকে কঠিন চ্যালেঞ্জ জানাল পিএসজি। উসমান দেম্বেলে শুরুতেই গোল করে লড়াইয়ে সমতা আনলেন। ১২০ মিনিট জুড়ে দুই বেশ কিছু সুযোগ পেলেও কাজের কাজটা আর হয়নি। টাইব্রেকারে গড়াল ম্যাচ, আর সেখানে পিএসজিকে শেষ আটে তোলার নায়ক বনে গেলেন গোলরক্ষক জিয়ানলুইগি দোনারুম্মা। করলেন দুই সেভ।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচটি শেষ হয় ১-০ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ১-১ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

আর সেখানে পিএসজির হয়ে প্রথমে ভিতিনিয়া লক্ষ্যভেদ করার পর সমতা টানেন মোহামেদ সালাহ। গনসালো রামোস পিএসজিকে এগিয়ে দেওয়ার পর স্লটের দলকে হতাশ করেন দারউইন নুনেজ। তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ডান দিকের কর্নারে দারুণ শটে বল জালে পাঠিয়ে পিএসজির লিড বাড়ান উসমান দেম্বেলে।

এরপর কার্টিস জোন্সের শটও আটকে পিএসজির জয়ের নায়ক বনে যান ইতালিয়ান গোলরক্ষক দোনারুম্মা। দেসায়ের ডউয়ে এরপর লক্ষ্যভেদ করে নিশ্চিত করেননিয়েছিলেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, তবে থাকেনি লক্ষ্যে। মিনিট তিনেক বাদে আরেকটি ভালো সুযোগ নষ্ট করেন লুইস দিয়াজ। ম্যাক অ্যালিস্টারের ক্রস থেকে নেওয়া তার হেডার আটকে যাওয়া গোলের সামনেই।

প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত কিছু সেভ করে পিএসজিকে ম্যাচে টিকিয়ে রাখেন দোনারুম্মা। বিরতির পর আক্রমণের চেয়ে রক্ষণেই বেশি ব্যস্ত থাকতে হয় এনরিকের দলকে। ৭৫তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে ক্রস বাড়িয়েছিলেন আবারও ম্যাক অ্যালিস্টার। তবে জারেল কোয়ানসাহর নেওয়া হেড চলে যায় পোষ্টের বাইরে দিয়ে।

এই অর্ধে অনেকটাই নিস্প্রভ পিএসজির হয়ে ৮৭তম মিনিটে একটা প্রচেষ্টা চালিয়েছিলেন কভারতসখেলিয়া, তবে পারেননি শট লক্ষ্যে রাখতে। নির্ধারিত সময়ের বাকি অংশে দুই দলই কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা আর মেলেনি।

অতিরিক্ত সময়ের প্রথম দশ মিনিটেও বহাল থাকে একই চিত্র। দুই দলই পায় ভালো সুযোগ। এর মধ্যে সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন বেরালদো। তবে গোলের সামনে থেকে ঝাঁপিয়ে নেওয়া তার হেড চলে যায় ডান দিক দিয়ে বাইরে। পুরো ম্যাচেই নিজের ছায়া হয়ে থাকা সালাহ ৯৭তম মিনিটে ডমিনিক সোবোসজলাইর ক্রস থেকে শট নিয়েছিলেন মিশরীয় তারকা, যা চলে যায় পোষ্টের অনেক ওপর দিয়ে।

প্রথমার্ধও তাতেও শেষ হয় সমতায়। ১০৯তম মিনিটে ডি-বক্সে প্রবেশ করে বাঁদিক থেকে ডান পায়ের জোরাল শট নেন দেম্বেলে, তবে এই দফায় পারেননি গোলরক্ষকের বাধা পার করতে। দুই দলই আপ্রাণ চেষ্টা করলেও আর পারেনি গোল করতে। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানে হৃদয়ভঙ্গ হয়েছে লিভারপুলের। পিএসজির জয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com