শোন মুসলমান, এসেছে রমজান,
উঠেছে পুণ্যের চাঁদ, কি সুন্দর আসমান।
ঘুমন্ত আত্মারে জাগ্রত করার তরে,
আলো হয়ে আল-হেলাল উঠেছে গগন জুড়ে।
মুসলিম জাহানে এ যে জান্নাতের সন্ধান,
দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।
আজ হতে সকল মুসলমান,
মজবুত করো তোমাদের ঈমান,
খোদার রাহে করো তোমার ইচ্ছাকে
কোরবান, দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।
দিন গত হয়েছে রাত্রি এসেছে,
মুয়াজ্জিন এশার আযান দিতেছে,
করোনাকো দেরি শুনে মধুর এ আহ্বান,
তারাবীহ্ পড়তে মসজিদে লও স্থান,
দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।
ভুলে যেও না রেখো স্মরণ,
কখনও হৃদয় হতে করো না গোপন,
করতে হবে রোজার সাথে সাথে পালন,
পাঁচ ওয়াক্ত সালাতের ফরমান,
দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।
অর্ধ রাত্রিতে উঠে পর ঘুম হতে,
তাহাজ্জুদ পড়ে, সাহরী খেয়ে যাও সবে নিয়্যতে,
ফরিয়াদ জানাও “হে রহমান”-
রাখতে পারি যেন এই দিবসের মান,
দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।
ইফতার করতে যখন বান্দায়,
কাতার করে একসাথে বসে যায়,
ডেকে ডেকে বলেন খোদায়,
বল বান্দা যার মনে আছে যে আরজি খান,
দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।
এই তো সেই মাস বরকতে রমজান,
যে মাসে ধরণীতে এসেছিল কোরআন,
পাহাড়-পর্বত, বৃক্ষরাজি আর জমিন আসমান,
নিতে পারেনি যারে, নিয়েছিল ইনসান-
(মহানবী সাঃ), দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।
রমজান মাসে বরকত আসে,
ব্যবসা-বাণিজ্যে হিসেব কষে,
দিতে বলেছেন আল্লাহ মহান,
গরীবের হক যাকাতের বিধান,
দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।
একটি মাস ধৈর্য্য ধরে,
সংযমী যারা হতে পারে,
মসিবতের দিনে তাদের তরে,
নিজ হাতে পুরস্কার দিবেন সর্বশক্তিমান,
দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।
পরীক্ষাই নেবে কষ্ট দেবে,
খুশীর বাণী নাহি শোনাবে,
তেমন তো নয় মালিক-সুবহান,
বান্দার তরে তিনি যে দয়াবান
দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।
রমজানের বিদায় বেদনা,
বান্দার মনে যেন থাকে না,
তাইতো দিলেন ঈদের বিধান,
এ যে মহা আনন্দের, মহা প্রভুর দান,
দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।
লেখক
মহসিন আলম মুহিন
Leave a Reply