বার্তা ডেস্ক :: পাবনার ভাঙ্গুড়ায় মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মো. সুলাইমান (৩২) ও তার ছেলে জুনায়েদ আহমেদ (৪)।
গতকাল (১৫ মার্চ) শনিবার বিকেলে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সুলাইমান উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাসিন্দা ও এনজিও কর্মী।
পুলিশও স্থানীয়রা জানায়, শনিবার সকালে সোলায়মান শিশু সন্তান জুনায়েদকে নিয়ে মোটরসাইকেলযোগে খানমরিচ ইউনিয়নের চন্ডীপুর গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বিকেলে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে শিশু জুনায়েদ ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সুলাইমান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় বাদী হয়ে সোলায়মানের পিতা ইদ্রিস ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
সোলায়মানের চাচা আনিসুর রহমান বলেন, ‘ছেলে জুনায়েদ ঘটনাস্থলেই মারা যায়। পিতা সোলায়মানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে এদিন রাত সাড়ে নয়টার দিকে মারা যায়।’
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ট্রাকের চাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।
Leave a Reply