ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ চুনারুঘাটে পাগলকে পেটানোর ঘটনায় দায়ের করা মামলায় চার আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। গতকাল রোববার মামলাটি দায়ের করেন দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি নুরুল আমিন। মামলাটি আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম মোতাল্লিব মিয়া, তাঁর পুত্র বকুল, মকুল ও সেকুল নামের চার আসামি বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পাতার পর) শুনানিকালে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বলেন, বাদী মামলা না করলেও আদালত স্বপ্রণোদিত হয়ে আজ (রোববার) মামলা করতেন। তিনিও ভিডিওটি দেখেছেন বলে আইনজীবীদের জানান। বাদীপক্ষের অ্যাডভোকেট শাহ ফকরুজ্জামানসহ ১৫-২০ জন আইনজীবী শুনানিতে অংশ নেন। জানা গেছে, ১৩ মার্চ চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারে মোস্তফা ফার্মেসির কাছে আসামিরা অজ্ঞাতনামা পাগলকে প্রকাশ্যে বেধড়ক পিটুনি দিয়ে আহত করে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ভাইরাল হলে চুনারুঘাট থানা-পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে আসলে আসামিরা গা ঢাকা দেন।
Leave a Reply