সেলিম মাহবুবঃ ছাতকে দু’পক্ষের মারামারির ঘটনায় এক সালিশ ব্যাক্তিসহ দুইজন আহত হয়েছেন। সোমবার ১৭ মার্চ দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের চরভাড়া গ্রামে এ মারামারির ঘটনা ঘটেছে। জানাগেছে, গরু বিক্রির টাকার লেনদেন নিয়ে গ্রামের আব্দল তাহিরের পুত্র আলাউর রহমান ও আছদ্দর আলীর পুত্র শাহ আলমের মধ্যে নদীর পাড়ের একটি সেলুনে কথা কাটাকাটি
নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন আলাউর রহমান (৩৩) এবং সালিশকারী ইউপি সদস্য ফারুক আহমদও আহত হয়েছেন। আহত ফারুক আহমদ ছাতকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আলাউর রহমানকে প্রথমে ছাতক হাসপাতালে ও পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply