বাদল আহমেদ, নবীগঞ্জ থেকে:
নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার পলাতক আসামী মো: জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার একদল পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত (১৯ মার্চ) রাত অনুমান ০৯:০০ ঘটিকার সময় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন শ্রমিকলীগের নেতা দিলশাদকে এসআই মো: সুমন মিয়াসহ একদল পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় তাদের উপর হামলা চালিয়ে শ্রমিকলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে।
নবীগঞ্জ থানায় একটি নিয়মিত রোজু করা হয়। নবীগঞ্জ থানার মামলা নং ২৩, ধারা- ১৪৩/ ১৮৬/ ৩৪১/ ৩৫৩/ ২২৪/ ২২৫/ ৩৪ পেনাল কোড এর পলাতক আসামী হলো, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত ফারুক মিয়ার পুত্র মো: জসিম উদ্দিন (২৮) গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) এর নেতৃত্বে এসআই মো: আব্দুল কাদের, এসআই মো: সুমন মিয়া সহ একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামী জসিম উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত পলাতক আসামী মো: জসিম উদ্দিনকে যথাযথ পুলিশি প্রহরায় হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে!!
Leave a Reply