ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে মারামারির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক মো. আক্তার হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ মার্চ) ভোরে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আক্তার জালালাবাদ থানাধীন আউসা (হাউসা) গ্রামের আব্দুল মনিরের ছেলে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (২২ মার্চ) সিলেটে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে শান্ত নামের এক যুবক আহত হয়েছেন। তার দায়ের করা মামলার আসামি হিসেবে আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।জানা যায়, শনিবার সিলেট মহানগরের আরামবাগ এলাকার একটি কনভেনশন হলে আয়োজিত এনসিপি’র ইফতার মাহফিলে ওই দলের ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মাঝে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটে। এ সময় শান্ত নামে লিডিং ইউনিভার্সিটির এক ছাত্র আহত হন প্রত্যক্ষদর্শীরা জানায়, ইফতারের ঠিক ৭/৮ মিনিট আগে মঞ্চে বক্তব্য রাখছিলেন এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। এমন সময় মঞ্চে বসা নিয়ে দলটির নেতাকর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েএনসিপির এক যুগ্মআহ্বায়ক পদবীর এক নেতা জানান, অন্তত ২৫/৩০ জন ইফতার মাহফিলে এসে হট্টগোল ও হাতাহাতি করে বেরিয়ে যান। ইফতারের সময় পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও পরবর্তীতে আবারও তারা মারামারিতে জড়ান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এদিকে, ঘটনার ভিডিওচিত্র ধারণকালে কয়েকজনের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের কয়েকজন নেতা। এ ঘটনায় সাংবাদিকরা তাৎক্ষণিক প্রতিবাদ জানালে তারা উল্টো তেড়ে আসেন। পরে সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে নেতাকর্মীরা সরে গেলেও ইফতার না করেই সাংবাদিকদের বড় একটি অংশ অনুষ্ঠাস্থল ত্যাগ করেন।
https://10ms.io/tvfH2v
Leave a Reply