মোঃ আবু তালেব, নবীগঞ্জঃ নবীগঞ্জ উপজেলা ৮নং সদর ইউনিয়নের হালিতলা বারইকান্দি ও চৌশতপুর গ্রামের বিগত দিনের সংগঠিত দ্বন্দ ও তুচ্ছ ঘঠনার বিরোধ দুই গ্রামের মুরব্বিয়ানগন উভয়ের বিরোধ আপোষে মিমাংসা করেছেন । গতকাল শনিবার সকাল সাড়ে ১১ঘটিকার সময় চৈঠপুর বারই কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙনে এক শালিস বিচার অনুষ্টিত হয় । প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নবীগঞ্জ সদর ইউনিয়নের হালিতলা ( বারইকান্দি) গ্রামের হারুন মিয়ার ভাতিজা ও একই ইউনিয়ন ও ওয়ার্ডের চৌশতপুর গ্রামের আব্দুস সবুরের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ বাধে। এবং চৌশতপুর নজির সুপার মার্কেটে হারুনের ভাতিজার ইলেকট্রিশিয়ান দোকান থেকে বিদ্যুৎ লাইন নেয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে দ্বন্দ হয়। উক্ত বিরোধ আপোষে মিমাংসা করার জন্য ৯নং ওয়ার্ড মেম্বার উমেদ আলী সহ উভয় গ্রামের মুরব্বিয়ানের সহযোগিতায় বিচার শালিশ বসে। এতে উক্ত শালিশ বিচারে উপস্থিত ছিলেন হবিগঞ্জ তথা নবীগঞ্জের পরিচিত মুখ, হালিতলা বারইকান্দি গ্রামের সন্তান মাওলানা নুরুল হক, চৌশতপুর সুপার মার্কেটের মালিক নজির মিয়া, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক অবসর প্রাপ্ত শিক্ষক ও প্রবীন মুরব্বি ফজলুল হক সাহেব, ৮নং ইউপি ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ উমেদ আলী, চৈঠপুর বারইকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু সুফিয়ান,এডভোকেট আবুল খায়ের ( উজ্জল),সাবেক মেম্বার সাজিদুর রহমান, মুরব্বি লালু মিয়া ,চৌশতপুর গ্রামের মুরব্বিয়ান আজার আলী ,মতিউর রহমান , প্রমুখ। এ ছাড়া আরো অনেক মুরব্বিয়ান ও যুবক উপস্থিত ছিলেন ।
Leave a Reply