মাসুদ শিকদারঃ সীমান্তে বিজিবি আস্থা ও নিরাপত্তা প্রতীক হিসেবে কাজ করছে। আমরা সীমান্তে হত্যা চাইনা। আমাদের বর্ডার ফোর্স সিকিউরিটি, কর্তৃপক্ষ যে আছে আমরা সবার সাথে বিভিন্ন পর্যায়ে মিটিং করে আমাদের কূটনৈতিক তৎপরতা, আমাদের শক্ত বার্তা আমরা কিন্তু ভারতে বিভিন্ন পর্যায়ে অবহিত করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, বাংলাদেশের জনগন, অবৈধভাবে সীমান্ত যখন পারাপার করছি তখন দুর্ভাগ্যজনকভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন।
রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর উদ্যোগে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী বাল্লা বিওপির দায়িত্বপূর্ণ বাল্লা বাজার মাঠে অবৈধ সীমান্ত পারাপার, সীমান্ত অপরাধ, চোরাচালন ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজিলুর রহমান।
Leave a Reply