জগন্নাথপুর প্রতিনিধি::জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রাহমানের নির্দেশে ও যুক্তরাজ্য বিএনপির তিন বারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর আগমনে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল ইফতার ও দোয়া মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(২৩ মার্চ) রোববার স্বাধীন বাজার সংলগ্ন মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান তহুরের সভাপতিত্বে ও পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আহমেদ আবু ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন মেম্বারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সাধারণ সম্পাদক জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনের মাটি ও মানুষের নেতা কয়ছর এম আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি নির্বাচন হলে তারেক জিয়া এ দেশের প্রধানমন্ত্রী হবে। অবহেলিত জগন্নাথপুর-শান্তিগঞ্জ উপজেলা মডেল উপজেলা হবে।তিনি ইফতার ও দোয়া মাহফিল সুন্দর সুশৃঙ্খল ভাবে আয়োজন করায় পাইলগাঁও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে এবং যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে অবস্থানরত পাইলগাঁও ইউনিয়নের প্রবাসী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
আরও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম.এ মুকিত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েছ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমদ, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মতিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ মোছাব্বির আহমদ, আব্দুস সোবান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশীদ হারুন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব সামছুল ইসলাম জাবির, পাইলগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সিরাজুল হক, ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুল কাদির।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ফরুক আহমদ।
ইফতার ও দোয়া মাহফিলে জগন্নাথপুর উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আলেম উলামা, সামাজিক,সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক জনসাধারণ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
Leave a Reply