1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

ভিবিডি মৌলভীবাজার জেলার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের উপহার বিতরণ।

  • আপডেটের সময়: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৬০ ভিউ

মো: রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের ইট-পাথরের নগরীর আনাচে-কানাচে, পথে-প্রান্তরে দেখা মেলে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের। জীবনের সুখ-দুঃখ হারানোর গল্প, পাওয়া না পাওয়ার হিসাব কষে তারা প্রতিনিয়ত। কারও বাবা নেই, কারও মা নেই অথবা দু’জনেই পাড়ি দিয়েছেন পরপারে। রেখে গেছেন অসহায় শিশু সন্তান। যাদের এই সমাজ বলে পথশিশু বা সুবিধাবঞ্চিত শিশু।ওদের পরনে নেই ভালো জামা-কাপড়। বঞ্চিত এই মানুষগুলো একটা ছেঁড়া জামা পরে বছর পার করে দেয়। সুবিধাবঞ্চিত এই শিশুরা নিরুপায় হয়ে অপেক্ষায় বসে থাকে একটু সহানুভূতি অথবা কিছু পাওয়ার আশায়।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে পৌর এলাকার শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২৬শে মার্চ বুধবার, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হয় “মেহেদির রঙে নতুন বসনে,পর্ব-১০” ইভেন্ট। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রায় ৬০জনের অধিক সুবিধাবঞ্চিত শিশুদের উপহার দেওয়া হয়। ঐসব সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুদের ছোট ছোট হাতে মেহেদি পরিয়ে দেন সেচ্ছাসেবীরা। সেইসাথে প্রত্যেক শিশুদের মেহেদি রাঙা হাতে তুলে দেওয়া হয় একটি ভালোবাসার ঈদ উপহারের প্যাকেট। যার মধ্যে তাদের জন্য ছিল ঈদের নতুন জামা এবং ঈদের দিন মিষ্টি মুখ করার জন্য কিছু উপকরণ।

প্রকৃতপক্ষে পবিত্র ঈদ-উল-ফিতরের যে খুশি তা সমাজের অধিকার বঞ্চিত শিশুদের সাথে ভাগাভাগি করে নিতেই এই ছোট্ট প্রয়াস।

https://10ms.io/NvfH75

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভিবিডি মৌলভীবাজার জেলার এলামনাই মেম্বার মো. শামীম মিয়া,আহমেদ রাসেল,সাইফুল ইসলাম সাব্বির,শাহ্ ঐশী জালাল সহ সিলেট ডিভিশন বোর্ডের ফান্ড রাইজিং সেক্রেটারি নাজমুল ইসলাম।ভিবিডি মৌলভীবাজারের সভাপতি কাজী গোলাম রায়হান ,সহ-সভাপতি সোহাগ মিয়া,প্রবীর সিংহ, এইচআরও তানজিলা আক্তার, ট্রেজারার মোহাম্মদ, পিও আমিনা আক্তার সহ কমিটি ও সাধারন সেচ্ছাসেবীরা। দুপুর ১২ টা থেকে শুরু হয় এ কর্মসূচীর কর্ম ব্যস্ততা সকলের সন্মিলিত অংশগ্রহণের মাধ্যমে উক্ত কর্মসূচী সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com