ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ ‘তামিম খুবই ভালো আছেন। খাওয়াদাওয়া করছেন, সবার সঙ্গে কথা বলছেন। আজকে (বৃহস্পতিবার) সিসিইউ থেকে রুমে চলে যাবেন। এরপর এক বা দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপর তিনি বাসায় যেতে পারবেন’- গতকাল বৃহস্পতিবার এভাবেই তামিমের শারীরিক অবস্থার আপডেট দিয়েছিলেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ও হৃদরোগ বিশেষজ্ঞ আরিফ মাহমুদ।এর একদিন যেতে না যেতেই আজ শুক্রবার তামিমকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন এভারকেয়ারের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার।গত সোমবার বিকেএসপিতে খেলতে গিয়ে হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন তামিম। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে তামিমকে বিকেএসপির নিকটস্থ কেপিজে হাসপাতালে নেওয়া হয়। তামিমের হার্টে ব্লক ধরা পড়ায় সেখানে রিংও পরানো হয়েছিল। পরদিন মঙ্গলবার কেপিজে থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তামিম। এভারকেয়ারে দুদিন সিসিইউতে থাকার পর গতকাল কেবিনে নেওয়া হয় তাঁকে। আজ পেলেন বাড়ি ফেরার ছাড়পত্র।তামিমের অবস্থার বর্ণনা দিয়ে শাহাবুদ্দিন তালুকদার বলেছেন, ‘আপনারা সবাই অবগত আছেন যে, দেশের বরেণ্য ক্রিকেটার তামিম ইকবাল খান গত ২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে কেপিজে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসা নেওয়ার পর আমাদের এখানে ভর্তি হন রাতের বেলা। আল্লাহর রহমতে উনি পৃথিবীর সবচেয়ে ফ্রেশ ট্রিটমেন্ট পেয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। এজন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’কার্ডিওলজি বিভাগের সিনিয়র এ কনসালট্যান্ট যোগ করেন, ‘প্রথমে উনি কেপিজে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, পরবর্তীতে এভারকেয়ার হাসাপাতালে আসেন। আমরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আজ মেডিকেল বোর্ড ডিসিশন নিলাম উনাকে ডিসচার্জ দেওয়ার জন্য, বাড়ি পাঠানোর জন্য।’
চিকিৎসার এ সময়কালে সহযোগিতার জন্য তামিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাহাবুদ্দিন তালুকদার। পাশাপাশি তামিমকে আবারও ক্রিকেট মাঠে দেখার প্রত্যাশা জানিয়ে বলেছেন, ‘আমাদের এখানে ভর্তি হওয়ার পর থেকে তামিম আমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। সেজন্য উনার এবং উনার পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ। আশাকরি উনি দ্রুতই আবার ক্রিকেটে ফিরে যাবেন। দেশবাসীর কাছে আবারও উনার জন্য দোয়া চাচ্ছি।’
Leave a Reply