বানিয়াচং প্রতিনিধি।।
বানিয়াচংয়ে মাদক ব্যবসা ভয়াবহতার বিস্তার রোধে কঠোর অবস্থা নিয়েছেন বানিয়াচং থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় বানিয়াচং থানা পুলিশের অভিযানে সারে তিনশত পিছ ইয়াবাসহ সাইদুর মিয়া(৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ।
গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফার নেতৃত্বে বানিয়াচং পল্লী বিদ্যুত মোড়ে গোপনে অবস্থান নেয় একদল পুলিশ।এসময় আটক সাইদুর ইয়াবার চালান হস্তান্তর করতে আসলে তৎক্ষনাত পুলিশ তাকে আটক করে।আটককৃত সাইদুর সদরের দত্তপাড়া গ্রামের আ:হক মিয়ার ছেলে।
এ সময় তার দেহ তল্লাশি করে প্রায় সারে তিনশত পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্থফা জানান পল্লী বিদ্যুত মোড়ে ইয়াবার চালান হাত বদল হবে এমন সংবাদ পেয়ে আমরা অবস্থান নেই।
এক পর্য়ায়ে সাইদুরকে আটক করি।এসময় পুলিশ তল্লাশী করে তার কাছ থেকে উল্লেখিত ইয়াবা জব্ধ করি।ধৃত সাইদুরের বিরুদ্ধে ওয়ারেন্টসহ আরো উনিশটি মাদকের মামলা রয়েছে। আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্য়ক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply