মো: রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল ও কমলগঞ্জে সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার ( ২৮ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের মধ্য লইয়ারকুল এলাকায় হাজী সেলিম হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত
ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ২নং ভূনবীর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাজী সৈয়দ আহমেদ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজী সেলিম ফাউন্ডেশনের সহসভাপতি হাজী দুলাল মিয়া। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ ও খোলা কাগজের প্রতিনিধি এহসান বিন মুজাহির, কমলগঞ্জের সাংবাদিক আব্দুল বাসিত খান, সালাউদ্দিন শুভ প্রমুখ।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী বলেন, “মানবতার কল্যাণের অঙ্গীকার নিয়ে ২০১৯ সালে হাজী সেলিম ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজের অসহায়, দুস্থ ও গরিব মানুষের জন্য কাজ করে আসছে।”
তিনি আরও উল্লেখ করেন যে, হাজী সেলিম ফাউন্ডেশন মানবিক সহায়তার অংশ হিসেবে—
করোনাকালীন সময়ে দুঃস্থদের জন্য খাদ্য সহায়তা প্রদান, শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ
রমজানে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ, প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ বিতরণ, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ
দরিদ্র পরিবারের বিবাহে আর্থিক সহায়তা
মসজিদ, মাদরাসা ও স্কুল প্রতিষ্ঠা এবং জমি দান
ইমাম-মুয়াজ্জিনদের জন্য ঈদ উপহার
শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
তিনি আরও জানান, প্রতি বছর রমজানের প্রথম দিন থেকে প্রতিদিন শতাধিক রোজাদারকে ইফতার করানো হয়, যা ফাউন্ডেশনের ধারাবাহিক উদ্যোগের অংশ।
২০১৯ সালে কাতারপ্রবাসী আল সারকি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান হাজী সেলিম এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তিনি শুধু হাজী সেলিম ফাউন্ডেশনই নয়, হাজী সেলিম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। একাধারে তিনি একজন সফল শিল্প উদ্যোক্তা ও মানবিক সহায়তাকর্মী।
ইফতার ও মতবিনিময় সভায় অতিথিরা হাজী সেলিম ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
এই আয়োজনের মাধ্যমে ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ সম্পর্কে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি পেল।
Leave a Reply