ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ আর্জেন্টিনার কাছে ভীষণ বাজে এক পারফরম্যান্সের রেশ ধরে শেষ পর্যন্ত চাকরি হারাতে হয়েছে দরিভাল জুনিয়রকে। ফলে আলোচনায় এখন ব্রাজিলের নতুন কোচ হওয়ার খবর। তবে গত দুই বছরের মত এবারও হাতে খুব বেশি নাম নেই সেলেসাওদের।
দরিভালের নিয়োগের সময়ও ছিল জোর গুঞ্জন, যথেষ্ট ভালো কোচ না পাওয়ায় শেষ পর্যন্ত তাকেই বেছে নিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। এবারও পরিস্থিতি প্রায় একই। সেই সময়ে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে পাওয়ার জন্য বেশ চেষ্টা চালালেও খালি হাতেই ফিরতে হয় ব্রাজিলকে।
গত সপ্তাহে আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের ৪-১ গোলে হারের পর ফের আলোচনায় চলে আসে আনচেলত্তির নাম। কারণ, দরিভালের চাকরি হারানো তখন থেকেই প্রায় নিশ্চিতই ছিল। তবে শুরুতেই ব্রাজিলকে আরও একবার হতাশ করেন ইতালিয়ান এই কোচ।
রিয়ালে ২০২৬ পর্যন্ত চুক্তিবদ্ধ আনচেলত্তি শুক্রবার এক সংবাদ সম্মেলনে শোনান পুরনো কথাই। “আমার চুক্তিই তো সব বলে দিচ্ছে। আমার আর কিছু যোগ করার নেই। ব্রাজিল দল, খেলোয়াড় ও ভক্তদের প্রতি আমার অনেক ভালোলাগা আছে। তবে রিয়ালে আমার একটা চুক্তি আছে।”
শনিবার রাতে অফিশিয়ালি দরিভাল চাকরি হারানোর পর সবচেয়ে বেশি খবর হচ্ছে জর্জ জেসুসকে নিয়ে। আল হিলালের এই কোচই নাকি এখন সিবিএফের প্রথম পছন্দ। সৌদি প্রো লিগের দলটিতে থাকা অবস্থায় খুব অল্প সময়ের জন্য তার সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারের।
জেসুসের ব্রাজিলিয়ান ফুটবলে একটি সফল ট্র্যাক রেকর্ড আছে। যার মধ্যে উল্লেখযোগ্য ২০১৯ সালে ফ্ল্যামেঙ্গোর সাথে কোপা লিবার্তোদোরেস জয়। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের দাবি, পর্তুগিজ এই কোচ ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার জন্য বেশ আগ্রহী।৷ এজন্য এমনকি নাকি ক্লাব বিশ্বকাপের আগেই আল হিলালের চাকরি ছাড়ার জন্য প্রস্তুত আছেন।
জেসুস এবং সিবিএফের মধ্যে আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যদি এই আলোচনা সফলভাবে শেষ হয়, তাহলে ব্রাজিলের খুব শীঘ্রই জেসুসকেই দরিভালের উত্তরসূরী হিসেবে নিয়োগের ঘোষণা আসবে বলেই খবর।
Leave a Reply