ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ চাঁদ দেখাসাপেক্ষে পালিত হয় মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ভৌগলিক কারণে চাঁদ দেখার সময়ের তারতম্যের কারণে একাধিক দিনে এই উৎসব পালিত হয়ে থাকে। এবার ঈদুল ফিতর কবে পালিত হবে সেটা সর্বপ্রথম ঘোষণা করল প্রাচ্যের দেশ অস্ট্রেলিয়া। রোজার তারিখও দেশটি সবার আগে ঘোষণা করেছিল।
শনিবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছে খালিজ টাইমস। দেশটি জানিয়েছে, আগামী সোমবার (৩১ মার্চ) সেখানে ঈদ উদযাপিত হবেফতওয়া কাউন্সিল জানিয়েছে, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবতা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কাউন্সিল বলেছে, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে চাঁদের জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার ওপর ভিত্তি করে। এটি এমন একটি পদ্ধতি, যা অনেক বিশিষ্ট ও স্বনামধন্য ফতওয়া পরিষদ গ্রহণ করেছে। যেহেতু সূর্যাস্তের পরে নতুন চাঁদের জন্ম হবে, তাই পরের দিনটি শাওয়ালের প্রথম দিন হতে পারে না বলে জানিয়েছে কাউন্সিল।কাউন্সিল জানায়, শনিবার (২৯ মার্চ) রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে। কিন্তু দেখা যাবে রোববার (৩০ মার্চ)। ফলে রমজান মাস হবে ৩০ দিনের অর্থাৎ ৩০টি রোজা পূর্ণ হবে। ফলে সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
সাধারণত প্রতি বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের পরদিন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। তবে এবার ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। সৌদি আরবে এবার রোজা ৩০টি পূরণ হলেও বাংলাদেশে ২৯টি রোজা হতে পারে। তবে ঈদুল ফিতরের সিদ্ধান্ত নির্ভর করে চাঁদ দেখার ওপর। আগামীকাল রোববার জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। সেখানেই সিদ্ধান্ত হবে দেশে কবে উদযাপিত হবে ঈদ।।
Leave a Reply