মৌলভীবাজার প্রতিনিধি::মৌলভীবাজারের বড়লেখায় সদর ইউনিয়ন উন্নয়ন ফোরামের পক্ষ থেকে ও জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় ৩০ জন শারিরীক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার জন্য হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
গতকাল (২৮ মার্চ) শুক্রবার দুপুরে পাথারিয়া ছোটলিখা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বড়লেখা সদর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সদস্য সচিব সাংবাদিক আতাউর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুণ সমাজকর্মী কামাল আহমদ।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সদর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি আব্দুর রহমান শাহীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর এনামুল করিম, বড়লেখা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রব, সমাজসেবক জয়নাল আবেদিন তাপাদার, নতুন বড়কণ্ঠ পত্রিকার সম্পাদক রশিদ আহমদ খান, তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমদ, ব্যবসায়ী শাহীন আহমদ খান, নিসচা বড়লেখা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সাংবাদিক আশফাক আহমদ, সমাজসেবক মুজিবুর রহমান, লাল মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের বোঝা নয়, তারাও উন্নয়নের অংশীদার হতে পারে। তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অভিভাকদের উদ্দেশ্যে বলেন, প্রতিবন্ধীতা কোনোও অভিশাপ বা পাপ নয়। অন্যান্য সন্তানের মতো তাদেরকেও ভালোবাসা ও সেবা দিয়ে লালন পালন করতে পারলে তারাও একদিন দক্ষ হয়ে উঠবে।
Leave a Reply