বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে নারীসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে ও রাতে টর্চলাইট জ্বালিয়ে আবারও ১২টি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করার পর নিয়ন্ত্রণ আসে।মঙ্গলবার (০১ এপ্রিল) রাত ৭টা থেকে এ সংঘর্ষ শুরু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।
স্থানীয়রা জানান, জেলার বাহুবল উপজেলার চারগাও গ্রামের (একত্রে ৪টি গ্রামের নাম) এক যুবকের সঙ্গে স্থানীয় বানিয়াগাও গ্রামের অপর যুবকের নারী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়।
https://10ms.io/xvfHJ3 https://10ms.io/TvfH13
এর জেরে মাইকে ঘোষণা দিয়ে চারগাও গ্রাম ও বানিয়া গ্রামের সংঘর্ষ বাধে। বানিয়া গ্রামের সঙ্গে আশপাশের ৮ গ্রামের লোকজন সংঘর্ষে অংশ নেয়। ঘটনাটি রাতে হওয়ার টর্চলাইট জ্বালিয়ে তারা সংঘর্ষ চালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে গিয়েছে।
Leave a Reply