ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ বলিউড ভাইজান সালমান খানের ‘সিকান্দার’ নিয়ে অনুরাগীদের ব্যাপক প্রত্যাশা ছিল। কিন্তু তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। বক্স অফিসে সেভাবে আলোড়ন সৃষ্টি করতে পারেনি এ সিনেমা। এর মধ্যেই ‘সিকান্দার’র পরিচালক, অর্থাৎ এআর মুরগোদাসকে মুসলিমবিদ্বেষী তকমা দিলেন আইনজীবী তথা সমাজকর্মী শেখ ফায়াজ আলম। এমনকি সালমান খানের সিনেমার ওপর নিষেধাজ্ঞা জারি ও বয়কটের করার ডাক দিয়েছেন তিনি।এবারের ঈদে মুক্তি পেয়েছে ‘সিকান্দার’। কিন্তু ‘থুপক্কি’ নামে একটি সিনেমায় নাকি সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ প্রদর্শন করেছেন ‘সিকান্দার’ সিনেমার নির্মাতা মুরগোদাস। তাই তার তৈরি ‘সিকান্দার’ও না দেখার দাবি করেছেন শেখ ফায়াজ আলম। তার দাবি বিনোদনের পিছনে অর্থ খরচ না করে গাজার জন্য অথবা মুসলিমদের শিক্ষা, আইন ও রাজনীতির জন্য অর্থ বিনিয়োগ করা হোক। নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু ও চিরাগ পাসওয়ানদের মতো রাজনীতিবিদদের উদ্দেশে প্রশ্নও রাখেন শেখ ফায়াজ। এই নেতারা সংখ্যালঘুদের পাশে থাকবেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী।হত্যার হুমকি মাথায় নিয়ে ‘সিকান্দার’সিনেমার শুটিং করেছিলেন সালমান খান। লরেন্স বিষ্ণোইয়ের পক্ষ থেকে একের পর এক হুমকি পেয়েও দমে যাননি ভাইজান। ভারতের বিভিন্ন জায়গায় অবাধে শুটিং করেছিলেন সালমান। তবে সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই ফাঁস হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
সালমান অনুরাগীদের ধারণা, ছবি ফাঁস হয়ে যাওয়ার প্রভাব পড়েছে বক্স অফিসের ওপর। দর্শক বাড়ি বসে দেখে ফেলেছেন। তাই প্রেক্ষাগৃহে গিয়ে কেন তারা একই সিনেমা আবার দেখবেন? সিনেমা নিয়ে বিতর্কও হয়েছে ব্যাপক।
‘সিকান্দার’ সিনেমায় ৩১ বছরের ছোট নায়িকা রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার কারণে অনেক সমালোচনা হয়েছে। তারকার চেহারায় পরিবর্তনও অনুরাগীদের চোখে পড়েছে। তাদের দাবি, অনেকটাই ওজন বাড়িয়ে ফেলেছেন সালমান। যার ফলে তাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে। সব মিলিয়ে ‘সিকান্দার’ সিনেমার বক্স অফিস সংগ্রহ হতাশ করেছে অনুরাগীদের।
Leave a Reply