1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

পরমদা দারুণ চুমু খায়: কৌশানী

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৭ ভিউ

কলকাতার আলোচিত নায়িকা কৌশানী মুখার্জি। ‘কিলবিল সোসাইটি’ সিনেমায় পরমব্রত চ্যাটার্জির সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন এই অভিনেত্রী। ২০১২ সালের ‘হেমলক সোসাইটি’র আদলে এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। আগের ছবিতে নায়িকা ছিলেন কোয়েল মল্লিক।

নতুন সিনেমায় পরমব্রতের সঙ্গে স্ক্রিন শেয়ার করে অভিজ্ঞতার কথা জানালেন কৌশানী। বলিউডের সিরিয়াল কিসার ইমরান হাশমির সঙ্গে তুলনা করলেন পরমকে।

 

নায়িকাকে গল্প বলার সময় চুম্বন দৃশ্যে সমস্যা আছে কিনা জানতে চেয়েছিলেন সৃজিত। তখন কৌশানী বলেছিলেন সমস্যা আছে। তবে চিত্রনাট্যের জন্য জরুরি ছিল এই চুম্বন দৃশ্য। গল্প শোনার পর আর না করতে পারেননি কৌশানী।

প্রেমিক বনি সেনগুপ্তের সঙ্গেও কখনো চুম্বন দৃশ্যে দেখা যায়নি কৌশানীকে। চুম্বন দৃশ্য নিয়ে নায়িকা বলেন, “এখন এটা অনায়াসে বলতে পারি, আমার অভিনীত সেরা চরিত্র এটি। পর্দায় ঠোঁট ঠাসা চুমু খাওয়া নিয়ে আমার এত বিরোধিতা সেই জায়গায় নিজেকে মানিয়ে নিয়েছি এই চরিত্রের জন্য। এর আগে কিন্তু বনির সঙ্গেও পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করিনি।

কৌশানী মুখার্জি বলেন, “চুম্বন দৃশ্যের জন্য আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হয়নি। সেটে ‘ইন্টিমেসি কোঅর্ডিনেটর’ থাকেন। স্বাচ্ছন্দ হতে অনেকটা সাহায্য করেছেন তিনি। শটের আগে আমি ভীষণ চাপে ছিলাম। সকাল থেকে হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল। কারও সঙ্গে কথা বলছিলাম না। আমার বিপরীতে পরমদা। পরমদা তো ইমরান হাশমি, দারুণ চুমু খায়। পর্দায় অনেককে চুমু খেয়েছে। তবে সৃজিতদাকে বলে রেখেছিলাম, এটা যেন এক টেকেই হয়ে যায়। এই দৃশ্যের রিটেক করা যাবে না।

 

ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৃজিতের একটি বক্তব্য উল্লেখ করে কৌশানী মুখার্জি বলেন, “শট নেওয়ার পর চিত্রগ্রাহককে সৃজিতদা বলেছিলেন, ‘তুই যদি শট না নিতে পেরেছিস বস, পরের চুমুটা তোকে আর আমাকে খেতে হবে। কৌশানী বলে দিয়েছে আর চুমু খাবে না।’ পরে এসব কথা শুনে আমাদের কী হাসি! পরমদাও খুব ভালোভাবে সবটা সামলেছে।

 

পরমব্রত-কৌশানী ছাড়াও ‘কিলবিল সোসাইটি’ সিনেমায় অভিনয় করেছেন— বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, সৌমেন চক্রবর্তী প্রমুখ। আগামী ১১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com