সেলিম মাহবুব,ছাতকঃ স্মরণীয় ও ব্যতিক্রমি অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাতকে অনুষ্ঠিত হয়েছে গুণীজন সংবর্ধনা ও ঈদ প্রীতি সমাবেশ। অনুষ্ঠান উপলক্ষে এলাকায় বিরাজ করছিলো উৎসবের আমেজ। আগত অতিথিবৃন্দকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা। এই অনুষ্টানের আয়োজন করে নবগঠিত ইসলামপুর ইউনিয়ন স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন।
গতকাল (২ এপ্রিল) বুধবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেলের সভাপতিত্বে ও সাংবাদিক নাজমুল হাসান জুয়েলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক ফারুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীন কাওসার সানী, সংবর্ধিত অতিথি অগ্রণী ব্যাংকের উপ মহা-ব্যবস্থাপক (অবঃ) হিফজুর রহমান ও সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) শামসুল আলম, জকিগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার জুবায়ের আহমেদ, হবিগঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার সুশংকর দাস, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ডাঃ তামিম আহমদ, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক আবু জাফর মোহাম্মদ জাকারিয়া, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শহীদ, শিক্ষানুরাগী জয়নাল আবেদীন।
বক্তব্য রাখেন, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী হাজী আবুল হাসান, শিক্ষানুরাগী আলহাজ্ব মাওলানা আকিক হোসাইন প্রমুখ।অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে কর্মরত ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা অধ্যাপক জ্যোতিষ দাস, মাষ্টার তৈয়বুর রহমান, শিক্ষক লুৎফুর রহমান জাবেদ, নুরুজ্জামান, রুমী বেগম, পারভীন বেগম, ঝর্ণা বেগম, মুন্নী বেগম, সারমিন সুলতানা, ফয়সাল আহমদ, আদনান উদ্দিন, হাজী আবুল হাসান, ক্বারী ইসহাক আলী, অরুন দাস, মাওলানা ইব্রাহিম আলী, মাওলানা হোসাইন আহমদ, হাফিজ জুবায়ের আহমদ, আলমগীর হোসেন, মাওলানা আলী আমজদ, নাজিম উদ্দিন, আবু জাফর জাকারিয়া, শাহ আলম, ইঞ্জিনিয়ারদের মধ্যে আতিকুর রহমান, ইমরান হোসেন, সোয়েব আহমেদ, ডাক্তারদের মধ্যে রহিমা খানম জেসী, ডাঃ তামিম আহমদ, ডাঃ সুশংকর দাস, ডাঃ সাব্বির মোনতাকা পরাগ, পান্ডুগার গ্রুপের সিনিয়র ম্যানাজার সাদিকুর রহমান, বুয়েটের আবিদুর রহমান আসিফ, জুবায়ের আহমদ, সেনা সদস্যদের মধ্যে আব্বাস উদ্দিন, মারুফ আহমদ ও নাজির আহমেদ, আনসার ভিডিপি উপজেলা প্রশিক্ষক জিল্লুর রহমান কামরান, ব্যাংকারদের মধ্যে মোস্তাফিজুর রহমান, আহসান উদ্দিন, ওয়াহিদ মুরাদ, মামুন আহমদ, মিলন আহমদ, আশরাফুল আলম রুমান, রুবেল আহমদ, হিমেল, আল আমিন, মাহমুদুল হাসান, নির্বাচন অফিস কর্মকর্তা কামরান হাসান রাসেল, কাস্টম কর্মকর্তা জুনেদ আহমেদ, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা মঈন উদ্দিন, ইবনে সিনা হাসপাতাল কর্মকর্তা ফয়জুল বারী দিনার, মামুনুর রশীদ, আব্দুল কাইয়ুম মুন্না, রেজওয়ান আহমেদ, আবিদুর রহমান আশিক, ইউসুফ আলী, ছালেহ আহমেদ, মারুফ আহমদ, ফায়ার সার্ভিসে কর্মরত আব্দুল হামিদ, সৌরভ আহমেদ, শাহ আলম ও ছাতক হাইস্কুলে কর্মরত ইউসুফ সিদ্দিককে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছামিউল হাসান ছামির এবং স্বাগত বক্তব্য রাখেন ইন্জিনিয়ার ইব্রাহিম সাদেক। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাজী মোশাররফ হোসেন। অনুষ্ঠানের শুরুতে অতিথি বৃন্দকে ফুল দিয়ে বরণ করেন স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
সমাবেশে জাতীয় সংগীত পরিবেশন করেন ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি যেনো এলাকাবাসীর মিলনমেলায় পরিণত হয়।
Leave a Reply