স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের নবীগঞ্জে মাদক সেবনের জন্য টাকা না দেওয়ায় মাদকাসক্ত তানবির চৌধুরী (৩৫) তার মা রায়না বেগম (৬০) কে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৪ এপ্রিল) নবীগঞ্জ পৌর এলাকার শান্তিপাড়া নিজ বাসায় এ ঘটনা ঘটে। রায়না বেগমকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় রায়না বেগম কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রায়না বেগমের ছোট ছেলে তানজিন চৌধুরী বলেন, রাতে মা’ ভাত খেতে বসেছিলেন। আর আমরা পরিবারের অন্যান্য সদস্যরা পাশেই চাচার বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম। এই সুযোগে নেশার টাকার জন্য মার কাছে যায় তানবির। টাকা না দেয়ার কারণে পেছন থেকে এসে ভাত খাওয়া অবস্থায় মা’কে এলোপাতাড়ি কুপাতে থাকে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন,মা’কে কুপানোর সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় দা সহ তানবির চৌধুরীকে আমরা থানায় নিয়ে আসি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply