1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

হবিগঞ্জের ৭ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ : মহাপরিচালক

  • আপডেটের সময়: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৫১ ভিউ

হবিগঞ্জ প্রতিনিধি।। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমদ খান জানিয়েছেন, সারা দেশের ৩২৯টি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) স্থাপন করা হচ্ছে। এর মধ্যে হবিগঞ্জের ৭ উপজেলার নাম রয়েছে। এ লক্ষ্যে সরকার ২০ হাজার ৫০০ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে।

শনিবার (৫ এপ্রিল) সকালে হবিগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তির চাহিদা থাকা সত্বেও বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানো সম্ভব হচ্ছে না। দেশের দেড় কোটি লোক বিদেশে স্বল্প মজুরিতে চাকরি করার কারণে আশানুরূপ বৈদেশিক মুদ্রাও অর্জন হচ্ছে না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার এ প্রকল্পটি গ্রহণ করেছে। দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নাই। আর যেদেশে দক্ষ জনশক্তি আছে, সেদেশে উন্নয়নের বিপ্লব হয়েছে।

 

মহাপরিচালক বলেন, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও লাখাই উপজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ করা হবে। এই প্রকল্পের অধীনে প্রতিটি উপজেলায় ৩ একর ভূমি অধিগ্রহণ করা হবে। কোনো দানশীল ব্যক্তি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জন্য জমি দান করতে চাইলে তা সাদরে গ্রহণ করা হবে।

https://10ms.io/OvfHB1 https://10ms.io/TvfH13

ইতোমধ্যে নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় দুইজন দানশীল ব্যক্তি জমি দান করেছেন বলে উল্লেখ করেন শোয়াইব আহমদ খান।

সরকারিভাবে দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে রপ্তানিযোগ্য পেশাজীবী হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান সহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com