শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে বাস চালক, শিশুসহ ২০ জন আহত হয়েছে। স্থানীয় লোকজন ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে। পরে তাদের শায়েস্তাগঞ্জের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়েই তিনি তার ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। এ সময় আহতদের উদ্ধার করা হয়। তিনি বলেন, ঢাকামুখী এনা বাসটি একটি মোটরসাইকেল কে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাসটি রক্ষা পেয়েছে। গতকাল শনিবার ৫ এপ্রিল বিকেল ৪টায় শায়েস্থাগঞ্জ নতুন ব্রীজে এ ঘটনা ঘটে। আহত যাত্রীরা হলো, মাওলানা ইকবাল হোসেন (৫৫), আদনান (৫), বোরহান উদ্দিন (৪), মার্জিয়া বেগম (৩৫), রুকসানা (৩০), ইকবাল হোসেন (২৫)।
Leave a Reply