গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় দক্ষিণ খান ইউনিসে এক সাংবাদিক এবং উত্তর গাজা শহরে এক শিশুসহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার
এদিকে গাজায় ১৫ জন চিকিৎসাকর্মী হত্যার একটি নতুন ভিডিও প্রকাশের পর আন্তর্জাতিক ক্ষোভ আরও বেড়েছে। ভিডিওতে দেখা যায়, জরুরি সেবাকর্মীরা প্রতিফলক জ্যাকেট পরে স্পষ্টভাবে চিহ্নিত অ্যাম্বুলেন্সের ভেতরে অবস্থান করলেও, ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালায়।
https://10ms.io/TvfH13 https://10ms.io/wvduqd
ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানায়, রাতভর চলা ইসরায়েলি হামলায় আরও এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
জাতিসংঘের তথ্যমতে, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে প্রতিদিন গড়ে ১০০ জন ফিলিস্তিনি শিশু নিহত বা আহত হচ্ছে।
এদিকে, অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি সেনারা অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করেছে বলে জানিয়েছে আল জাজিরা। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীর থেকে ১৫,৮০০-এর বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
সূত্র: রয়টার্স
Leave a Reply