নবীগঞ্জ প্রতিনিধি॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর গ্রামে বৃদ্ধা মা’কে মারধর করে ঈদের পরদিন (১ লা এপ্রিল) ঘর থেকে বের করে দিয়েছেন প্রবাসী পাষন্ড ছেলে আব্দুল ছালিক (৪২)। স্থানীয় লোকজন আহত বৃদ্ধা মা লালন বিবি (৬২)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করিয়েছেন। এ ব্যাপারে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বৃদ্ধা মা। অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা নানী আয়মনা বিবি (৭৫) ও খালা টাউন বিবি (৫২)কে মারধর করেছে ছালিক।
গত ৭ দিন ধরে ঘরের বাইরে অবস্থান করছেন অসহায় ওই বৃদ্ধা মা। এ ঘটনায় বিচার চেয়ে সবার দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। কিন্তু পাষন্ড ছেলে ছালিক বিচার শালিসের তোয়াক্কা করেনা।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের মছই মিয়া তার ছেলে আব্দুল ছালিক’কে অবুঝ অবস্থায় তার মা’সহ ঘর থেকে বের করে দেয় পিতা মছই মিয়া। এরপর থেকে মা লালন বিবি মানুষের বাড়ি বাড়ি ঝি’র কাজ কর্ম করে ছালিককে লালন পালন করে সুখের আশায় অতিকষ্টে সৌদি আরব প্রবাসে পাঠায়। প্রথম দিকে প্রবাসে গিয়ে মা’য়ের প্রতি খেয়াল রাখতো ছালিক। প্রায় ১/২ বছর পুর্বে উক্ত ছালিক প্রতারনা করে একটি বিশেষ মহলের চত্রছায়ায় মা’য়ের খরিদ করা বাড়ি (৫ শতক) ভুমি তার নামে রেজিস্ট্রিরি করে নেয় ছালিক। সহজ সরল মা লালন বিব্ িতা বুঝতেই পারলো না। এক পর্যায়ে প্রবাসী ছালিক তার মা’কে জানায়, ওই বাড়ি উনার না। বাড়িটি তার, কথা শুনে বাকশক্তি হারিয়ে ফেলেন মা। এরপরই শুরু হয় মা-ছেলে’র দ্বন্ধ। সম্প্রতি আব্দুল ছালিক প্রবাস থেকে দেশে এসেই মা লালন বিবি কে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। আহত মা লালন বিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ীতে গেলে ছালিক গেইটে তালা ঝুলিয়ে দেয়। নিরুপায় হয়ে তিনি ছেলের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় অভিযোগ দেন। এই খবর পেয়ে ছালিক তার বৃদ্ধা নানী আয়মনা বিবি ও খালা টাউন বিবি’কেও মারধর করেন। বিষয়টি জানাজানির পর স্থানীয় গণ্যমান্য মুরুব্বীয়ান একটি শালিস বৈঠকের উদ্যোগ নেন। নির্ধারিত তারিখে শালিস বসাও হয়। কিন্তু পাষন্ড ছেলে আব্দুল ছালিক তার মামা নিজাম উদ্দিনসহ একটি কুচক্রি মহলের ইন্ধনে শালিস অমান্য করে মুরুব্বীয়ানদের বিদায় করে দেন। ঘটনার ৭ দিন ধরে বৃদ্ধা লালন বিবি অন্যের বাড়ি বাড়ি জীবন যাপন করছেন। এ ব্যাপারে গ্রামের মুরুব্বী আব্দুল বারিক, সফিকুর রহমান, বাচ্চু মিয়া, সাহাব উদ্দিন, ফরিদ মিয়া, সামছু মিয়া জানান, অনেক কষ্ট করে ছেলে ছালিককে বিদেশ পাঠিয়েছিলো তার মা লালন বিবি। ধোকা দিয়ে মা’য়ের খরিদা বাড়িটিও তার নামে লিখে নিয়ে, আজ বৃদ্ধা মা লালন বিবি কে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। শালিসে বসলে ছালিক না মানায় মা-ছেলের বিষয়টি সমাধান করে দিতে পারিনি। রবিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এএসআই সাইদুর রহমান মা’য়ের অভিযোগ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অসহায় মা লালন বিবি তার বাড়ি ফেরৎসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ন্যায় বিচারের দাবী জানিয়েছেন।
Leave a Reply