মৌলভীবাজার প্রতিনিধি::মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট সুজন মিয়াকে (৩৮) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
(৬ এপ্রিল) রোববার রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌর শহরের জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজের সরকারি বাস ভবনের সামনে ৫-৬ জন দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
অ্যাডভোকেট সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।
জানা যায়, রাতে মৌলভীবাজার পৌর শহরের জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজের সরকারি বাস ভবনের ফুচকার দোকানের সামনে ছিলেন অ্যাডভোকেট সুজন মিয়া। সেখানে রাত সাড়ে ১১টার দিকে ৫-৬ জনের দুর্বৃত্তদল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি।
মৌলভীবাজার জেলাবারের আইনজীবী ও সরকারি সহকারী আইনজীবী এস এ এম হাবিবুল্লাহ বলেন, অ্যাডভোকেট সুজন মিয়া আমার বন্ধু। আমরা এক সঙ্গে বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হই। কিছুক্ষণ আগে ওনাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আমরা প্রশাসনের কাছে খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। আগামীকাল মৌলভীবাজার জেলা জজ আদালতে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে এবং আদালত প্রাঙ্গণে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মিনহাজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের তথ্য খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply