সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে ছাতক পৌর শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
(৭ এপ্রিল) সোমবার বাদ আছর ট্রাফিক পয়েন্টে প্রথমে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক বিক্ষোভ মিছিলটি বের হয়ে ছাতক পৌর শহরের প্রধান প্রধান রাস্তা গুলো প্রদক্ষিণ করে রওশন কমিউনিটি সেন্টার ও কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে, ‘ফিলিস্তিনের উপর হামলা কেন জবাব চাই জবাব চাই” “দুনিয়ায় মুসলিম এক হও লড়াই করো” ইসরায়েলী পণ্য বয়কট করো করতে হবে করতে হবে” এরকম বিভিন্ন শ্লোগান দেওয়া হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক পৌর শাখার সভাপতি ইঞ্জিনিয়ার নোমান আহমদের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি হাফিজ জাকির হোসাইনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শুরুতে এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি শাহ আলম, ছাত্র শিবির ছাতক উপজেলা (উত্তর) সভাপতি আফজাল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ছাতক উপজেলার সভাপতি মাওলানা নুরুল আমিন, জামায়াত নেতা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই আজাদ, নাজমুল হোসেন, ছাতক পৌরসভার সাবেক কমিশনার ফয়জুর রহমান, সুনামগঞ্জ জেলা জজকোর্টের এপিপি এডভোকেট আলম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা কালারুকা ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল মিয়া, শিবির নেতা আফতাব উদ্দিন।
এসময় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমরা ফিলিস্তিনের পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানানো উচিত। আমরা মুসলিম ধর্মের মানুষ ছাড়াও প্রত্যেক ধর্মের মানুষ এই প্রতিবাদ জানাতে পারে এবং অনেকে জানাচ্ছেন। বক্তারা বলেন বাংলাদেশ সরকারের উচিত ইসরায়েলের বিরুদ্ধে কুটনৈতিক তৎপরতা বাড়ানো।কুটনৈতিক তৎপরতা বাড়িয়ে ইসরায়েলের সব ধরনের পণ্য বর্জনের ডাক দেওয়া উচিত।
এসময় অন্যানদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাতক উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা কর্মী সহ তৌহিদী জনতা ছাড়াও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply