নবীগঞ্জ প্রতিনিধি:: গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গকরে ইসরায়েলি নৃশংসা গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে নবীগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(৭ এপ্রিল) সোমবার সন্ধায় এই বিক্ষোভ মিছিল শেষে গাজীরটেক পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সমাবেশে ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ-বাহুবলের মনোনয়ন প্রত্যাশী, জননেতা আবুল হোসেন জীবন।
প্রধান অতিথির বক্তব্যে কালে জীবন বলেন, গাজায় ইসরায়েলি হামলায় নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে। এই ধরনের অত্যাচার বিশ্বের কোনো মুসলমান সহ্য করতে পারে না। এই হামলা বন্ধ করতে বিশ্বের সকল দেশের মুসলমানরা ঐক্য বদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে ও প্রয়োজন হলে তাদের পাশে গিয়ে তাদের দুঃখের সাথী হয়ে এসব উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীদের বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলে দিতে হবে।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি পদ প্রার্থী নুরুল আমিন পাঠান,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য গণঅধিকার পরিষদের নেতা আশাহীদ আলী আশা,জেলা যুব অধিকার পরিষদের সভাপতি পদপ্রার্থী সাবেক সাংগঠনিক সম্পাদক সায়মন আহমেদ, গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ প্রার্থী আইয়ুব আলী,সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী সোহানুর রহমান জিলু, ছাত্র অধিকার পরিষদের উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক, রোমান আহমেদ,ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি ইমরান আহমেদ,সহ সাংগঠনিক সাদিক আহমেদ,আবিদুর রহমান, ক্রীড়া সম্পাদক হোসাইন আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন যুবঅধিকার পরিষদের সাবেক যুগ্ন আহবায়ক দেলোয়ার ইমন।যুগ্ন সদস্য সচিব হারুন মিয়া,সদস্য ছমির মিয়া, মিজান মিয়া,রায়হান চৌধুরী,মইনুল ইসলাম, আবু হাসান,মোস্তাকিন মিয়া,জামিল আহমেদ,রাবেল মিয়া,মুহিবুর রহমান, তারেক মিয়া,এমদাদুল হক,তরিকুল ইসলাম হ্নদয়, আক্তার মিয়া,প্রমুখ।
এছাড়াও যুব অধিকার পরিষদ , ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিবাদী জনতা সহ অনেক নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশ শেষে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ আরজু হোটেলে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য ও গনঅধিকার পরিষদের নেতা আশাহীদ আলী আশা ও রোমান আহমেদ এর নেতৃত্ব গণঅধিকার পরিষদে একঝাঁক তরুণ যুবক যোগদান করে।
Leave a Reply