নবীগঞ্জ প্রতিনিধি।। নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ মিয়া ওরফে চাদ উদ্দিন (৪১) কে নাশকতা মামলায় গ্রেফতার করেছে। তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের মৃত ইছমত উল্লার পুত্র।
সোমবার (৭ এপ্রিল) সন্ধায় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম-এর নির্দেশনায় ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক পাল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ পূর্ব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত চাদ মিয়া বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি নাশকতা মামলার (মামলা নং-১৫) সন্দেহভাজন আসামি।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামীলীগ সরকারের শাসনামলে চাদ মিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন। তিনি ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও আদালতে চলমান রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মানব পাচারের (আদম ব্যবসা) অভিযোগও রয়েছে। স্থানীয় জনগণ তার দাপটে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ হয়ে উঠেছিল।
নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,চাদ মিয়া বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি নাশকতা মামলার (মামলা নং-১৫) সন্দেহভাজন আসামি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply