জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সাংবাদিক ফোরামের ঈদ পূর্ণমিলনী ও কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৪টায় পৌর শহরের হাসিনা মার্কেটে ফোরামের কার্যালয় উদ্বোধন ও ঈদ পুর্নমিলনী আলোচনা সভায় সাংবাদিক ফোরামের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সরোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি শাহ এস এম ফরিদ, সহ-সভাপতি হুমায়ুন কবির ফরিদী, অর্থ সম্পাদক হিফজুর রাহমান তালুকদার জিয়া, সহ সাধারণ সম্পাদক বিপ্লব দেবনাথ, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, প্রচারও প্রকাশনা সম্পাদক আল আমিন ইসলাম, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য রিয়াজ রহমান, সদস্য মুকিম উদ্দিন প্রমুখ।
এসময় সাংবাদিক ফারুক আহমেদ, সদস্য মিজানুর রহমান মিজান, সদস্য জাবির আহমদ চৌধুরী, মঈন উদ্দিন, আকমল হোসেন, সমাজ সেবক আলী নুর মিয়া সহ সাংবাদিক ফোরামের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আজকের এই মিলনমেলা আমাদেরকে মনে করিয়ে দেয় যে, আমরা কেবল একে অপরের পরিচিত নই, বরং আমাদের মধ্যে রয়েছে গভীর বন্ধন ও ভালোবাসা। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধই আমাদের সাংবাদিক ফোরামকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের উচিত এই ফোরামকে আরও দৃঢ় করা, যেন আগামী বছরগুলোতে আমরা আরও বড় পরিসরে এই আনন্দ ভাগ করে নিতে পারি।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply