মাসুদ শিকদার, নবীগঞ্জ প্রতিনিধি।। নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ ফয়সাল তালুকদার (৩৮) কে নাশকতা মামলায় গ্রেফতার করেছে। তিনি নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমির পুর গ্রামের শিরু মিয়া তালুকদার এর পুত্র।
বৃহস্পতিবার (১০এপ্রিল) সকালে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম-এর নির্দেশনায় এস আই সুমন মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরের শান্তিপাড়া এলাকায় খালিক মঞ্জিল এর সামনে হতে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহ ফয়সাল তালুকদার বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি নাশকতা মামলার (মামলা নং-১৫) সন্দেহভাজন আসামি।
নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফয়সাল তালুকদার কে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি নাশকতা মামলার (মামলা নং-১৫) সন্দেহভাজন আসামি।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা
Leave a Reply