1. anjhonroy1@gmail.com : Anjhon Roy : Anjhon Roy
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন

টার্গেট ছিলেন মিসবাহ, খু ন হলেন সুজন

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৯ ভিউ

মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারে ভাড়াটে খুনিরা মিসবাহ নামের এক নিরাপত্তারক্ষীকে খুন করতে গিয়ে ভুলে আইনজীবী সুজন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহার করা এক মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান, মৌলভীবাজারের পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা)।

 

গ্রেফতারকৃতরা হলেন, নজির মিয়া (২৫), মো. আরিফ মিয়া (২৭), হোসাইন আহমদ সোহান (১৯), লক্ষন নাইডু (২৩) এবং আব্দুর রহিম (১৯)।

https://10ms.io/NvfH75 https://10ms.io/tvfH2v

প্রেস ব্রিফিং এ জানানো হয়, নজির মিয়ার সাথে প্রতিবেশি মিসবাহর পূর্বশত্রুতা ছিল। এর জেরেই মিসবাহকে হত্যার পরিকল্পনা করা হয়। সেজন্য মিসবাহকে হত্যার উদ্দেশ্যে আরেক আসামি লক্ষনের মাধ্যমে লোক ভাড়া করে নজির। ৬ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে মিসবাহ ভেবে ভিডিও কল ও পরে পাঠানো ছবির সাথে সুজন মিয়ার মিল পাওয়ায় হত্যা নির্দেশ দেয় নজির। পরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সুজন মিয়া (৩২) নিহত হন।

এ ঘটনার পর নিহতের ভাই এনামুল হক সুমন মৌলভীবাজার সদর মডেল থানার মামলা দায়ের করেন।

 

মামলার পর থেকেই বিভিন্ন সিসি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com