নবীগঞ্জ প্রতিনিধি।। নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। পুর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার (১০ এপ্রিল) নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বদরদি নোয়াগাও গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুহিব মিয়া ও সাদিক মিয়া চৌধুরী গং দের মধ্যে জমি সংক্রান্ত পূর্ব বিরোধে জের ধরে সংঘর্ষ হয় এতে প্রায় ১৫ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, সাদিক মিয়া চৌধুরী (৫৫), মজিদ সিদ্দিকী(২৫), ফজল চৌধুরীর (৪০) অবস্থা আশংকাজনক হওয়ায় থাকে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এছাড়া বাকি সবাই নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এই বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএম বলেন,এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করে নাই যদি অভিযোগ পাই তাহলে আইনগত ব্যবস্থা নিব।
Leave a Reply