আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মোঃ মন্টু মিয়া (৪৫) কে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আজমিরীগঞ্জ লাল মিয়া বাজারের এক মোটর সাইকেল মেকানিকের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পৌর এলাকার ফতেপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবিএম মাঈদুল হাছানের নির্দেশনায় এসআই শাহরিয়ার আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সকাল সাড়ে ১০ টার দিকে পৌর এলাকার লাল মিয়া বাজারের মোটর সাইকেল মেকানিক সুরঞ্জিত দেবনাথের দোকান থেকে তাকে আটক করা হয়। গতকালই তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারিক তাকে কারাগারে প্রেরণ করেন। মন্টু দীর্ঘদিন ধরে আজমিরীগঞ্জ পৌর যুবলীগের সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছিল।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ এবিএম মাঈদুল হাছান জানান, অপারেশন ডেভিল হান্টের পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে।
Leave a Reply