ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন ইসরায়েলের প্রায় এক হাজার বিমান বাহিনীর সাবেক ও বর্তমান সদস্য। সেনাদের এমন কাজের জন্য নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের বরখাস্ত করতেও সমর্থন দিয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ‘যারা চিঠিতে সই করেছেন তাদের বরখাস্ত করার সিদ্ধান্তকে সমর্থন করেছেন প্রধানমন্ত্রী।’
এ ছাড়া ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান ঘোষণা করেছেন, ‘নথিতে স্বাক্ষরকারী কয়েক ডজন সক্রিয় সদস্যকে বরখাস্ত করা হবেবৃহস্পতিবার সংবাদ মাধ্যমে প্রকাশিত বিমান বাহিনীর সদস্যদের ওই চিঠিতে বলা হয়, চলমান যুদ্ধ শুধুমাত্র প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে কাজ করছে, এটি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ইস্যু নয়। শুধুমাত্র যুদ্ধবিরতি উপত্যকায় থাকা ইসরায়েলিদের দেশে ফিরিয়ে আনতে পারে।
নেতানিয়াহু এ বিষয়ে জড়িতদের ‘প্রান্তিক’ ও ‘চরমপন্থি’ হিসেবেও উল্লেখ করেছেন। এ ছাড়া তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছেন, ‘যারা সামরিক বাহিনীকে দুর্বল করে এবং যুদ্ধের সময় আমাদের শত্রুদের শক্তিশালী করে তারা ক্ষমার অযোগ্য।’
Leave a Reply