ইকবাল হোসেন তালুকদার।। নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চান্দপুর আরুয়া কলকলিয়া পানি ব্যবস্হাপনা সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯ থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। এতে চান্দপুর গ্রামের উক্ত সমিতির কার্যালয়ে ৯৯১ জন ভোটারের মধ্যে ৫৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১২ পদের বিপরীতে সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও চার মহিলা সদস্যা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহ সভাপতি ও পুরুষ সদস্য ৪ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সহ সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এর মধ্যে দুদু মিয়া তালা মার্কায় ২৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মনির মিয়া দোয়াত কলম মার্কা নিয়ে পেয়েছেন ১৩৭ ভোট। অপর প্রার্থী রাজু মিয়া সাইকেল মার্কা নিয়ে পেয়েছেন ১৩৩ ভোট। পুরুষ সদস্য পদে তাজুদ মিয়া ২৭৮,আল আমিন ২৭০, ইকবাল হোসেন ২৫৯ ও সাহেদ মিয়া ২৪৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন নবীগঞ্জ উপজেলা সমবায় অফিসার মো: হাফিজুল ইসলাম। এতে নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক নজরুল ইসলাম ও অপর সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেন বাউসা ইউনিয়নের প্রত্যয় আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক মাহফুজুর রহমান লালন।
নির্বাচনে সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন আব্দুল তাহিদ, সাধারণ সম্পাদক পদে শোয়াইবুর রহমান, কোষাধ্যক্ষ পদে ছাদির মিয়া। এছাড়া বিনাপ্রতিদ্বন্দিতায় ৪ জন মহিলা সদস্যা হন রাসেদা বেগম, মোছাম্মত ছাবিয়া বেগম, মোছাম্মত মমিনা বেগম ও মোছাম্মত রাফিয়া বেগম।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply