ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ ট্রান্সশিপমেন্টসহ যে কোন সুবিধা থেকে বঞ্চিত করা হলে তার বিকল্প খুঁজে নিবে বাংলাদেশ। এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
https://10ms.io/ivN03I
শনিবার (১২ এপ্রিল) সকালে পঞ্চগড়ে জেলা প্রশাসনের আয়োজনে মাশরুম ও মুক্তা চাষের প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। সারজিস বলেন, বাংলাদেশ-ভারত প্রতিবেশী রাষ্ট্র, তারা কখনোই মুখোমুখি অবস্থানে যাবে না। তবে ভারতের আচরণের ওপরই নির্ভর করবে দু’দেশের সম্পর্ক। কোন রাজনৈতিক দলের মতাদর্শে নয় একটি দেশ হিসেবে ভারত আরেক দেশের সাথে চুক্তি করবে এমনটাও আশা করেন সারজিস।
https://10ms.io/wvN02H
এছাড়াও সম্প্রতি শামসুজ্জামান দুদুর মন্তব্যের জবাবে তিনি বলেন, এটি তার ব্যক্তিগত মতামত, দল হিসেবে বিএনপির নয়।
Leave a Reply