ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ এবার পাগলা মসজিদের ১১টি দানবাক্স ও ট্রাঙ্ক থেকে মিলেছে ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৬টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এ তথ্য নিশ্চিত করেন। এদিন সকালে শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এ মসজিদের দানবাক্সে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। পাওয়া যায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। টাকাগুলো গণনার কাজে অংশ নেয় মসজিদ কমপ্লেক্স, মাদরাসা, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ কিশোরগঞ্জ রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। অংশ নিয়েছে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরাও। এর আগে গত বছরের ৩০ নভেম্বর পাগলা মসজিদটির দানসিন্দুক থেকে পাওয়া গিয়েছিল ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা। অর্থাৎ চার মাস ১১ দিন পর পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া টাকার অংক আজ নতুন রেকর্ড ছুঁয়েছে।
জানা গেছে, প্রতি তিন থেকে চার মাস পর পর এই সিন্দুক খোলা হয়। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে এই মসজিদে দান করছেন।
Leave a Reply