আজমিরীগঞ্জ প্রতিনিধি।। জুলাই গণঅভ্যুত্থানে হবিগঞ্জের বানিয়াচংয় আলোচিত ৯জন ছাত্র-জনতা হত্যা মামলার এজাহার ভুক্ত অন্যতম আসামি মোঃ শাহজাহান মিয়ার গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শাহজাহান মিয়ার গ্রামের একাংশ লোকজন এই মানববন্ধন করেন। মানববন্ধনে এলাকাবাসী ছাড়াও উপজেলা বিভিন্ন সাধারনত জনতা যোগদান করেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় গত ৫ই আগষ্টে বানিয়াচংয়ে আলোচিত ৯ জন ছাত্রজনতাকে গুলি করে হত্যার ঘটনায়,
শহীদের পরিবারের দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি শাহজাহান মিয়া।
এজাহার ভুক্ত আসামি হয়ে এলাকার বিভিন্ন জলমহালা দখল করে খাচ্ছে বলে জানান এলাকার সাধারণ জনতা। উপজেলার ৩নং জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের বাসিন্দা মোঃ শাহজাহান মিয়া।
৫ই আগষ্টের পূর্বে আওয়ামী লীগের পদধারী নেতাদের ব্যাবহার করে দখল করেছে নানা সরকারি খাস জমি, পাশাপাশি বেশ কয়েকটি জলমহাল দখল করে রাতারাতি কোটিপতি সেজেছেন। ক্ষমতার দাপটে কেউ বিরুদ্ধে কথা বলতে পারেনি বলেও জানান নোয়াগড় গ্রামের লোকজন।
শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় আজমিরীগঞ্জ উপজেলায়,জলসুখা ও নোয়াগড় গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে উপজেলার পরিষদের সামনে প্রায় ২ঘণ্টব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে নোয়াগড় গ্রামবাসী।
মানববন্ধনে বক্তারা ৯জন ছাত্রজনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ শাহজাহান মিয়াকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধনে বক্তারা আরো বলেন, বহু খুনের আসামি, চাদাবাজ সহ শাহজাহান মিয়া স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের ছত্রছায়ায় চুরি-ডাকাতি ও নানা অপকর্মসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।
তাকে গ্রেফতার করলে এলাকার চুরি ডাকাতি কমবে বলেও বক্তব্য দেন স্থানীয়রা। আজমিরীগঞ্জ থানায় খুন,অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার তালিকা রয়েছে বলেও আজমিরীগঞ্জ উপজেলা বিভিন্ন ফটকে পোষ্টার ও লিফলেট টাঙানো দেখা যায়। কয়েকশত জনতার সম্মিলিতভাবে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / কাওছার / ইকবাল
Leave a Reply