ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ গাজা উপত্যকায় ইসরায়েলি আক্রমণ ও গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকার বিক্ষোভ সমাবেশ নিয়ে খবর প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। শনিবার (১২ এপ্রিল) বিকেলে ‘দ্যা টাইমস অব ইসরায়েল’ পত্রিকায় এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।
‘বাংলাদেশে গাজা যুদ্ধের প্রতিবাদে প্রায় ১ লাখ লোকের বিক্ষোভ, নেতানিয়াহু ও তার সমর্থনকারীদের ছবি পদদলিত’ শিরোনামে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, প্রায় ১ লাখ বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন। এসময় ফিলিস্তিনি পতাকা নিয়ে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেয়া হএতে আরও বলা হয়, ইসরায়েলকে সমর্থন করার অভিযোগে বিক্ষোভকারীদের অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পদদলিত করে। এছাড়াও সমাবেশে গাজার বেসামরিক হতাহতদের প্রতীকী মরদেহ নিয়ে আসা হয়। প্রতিবেদনে বিক্ষোভ সমাবেশের ছবিও প্রকাশ করা হয়।
Leave a Reply