আবু তালেব।। মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সিলেট কর্তৃক ঈদ পূর্ণমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক, রাজনৈতিক, ও ট্রেড ইউনিয়ন নেতা মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান, সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনৈতিক নেতা ও সমাজ সেবক, মাতপ্স, বিভাগীয় সভাপতি শেখ আলাউদ্দিন রিপন সংবর্ধিত অতিথি ইউনিটি ফর ইন্টারন্যাশনাল জার্নালিস্ট – লন্ডনের সভাপতি ও মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আনোয়ার হোসেন, বিশেষ অতিথি- সভার উপস্থাপক ওয়েছ আহমদ বীর ও মাসুদুর রহমান সাধারণ সম্পাদক, মাতপ্স সিলেট বিভাগীয় কমিটি, পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবুল খান। বিশেষ অতিথি আলহাজ্ব মুক্তার আহমদ তালুকদার,সিলেট মহানগর মাতপ্স,বিশেষ অতিথি তোফায়েল আহমদ( সাংবাদিক) সভাপতি মাতপ্স সিলেট জেলা। বিশেষ অতিথি জনাব আব্দুর শুক্রর জৈন্তাপুর উপজেলা সভাপতি, আবুল কাশেম রুমন, সম্পাদক প্রকাশক সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট। বিশেষ অতিথি সায়খ ক্বারী মোহাম্মদ শরীফ আহমদ, বিভাগীয় যুগ্ম প্রতিনিধি,
জনাব হাসান আহমদ সাধারণ সম্পাদক মাতপ্স সিলেট জেলা, খোকন মিয়া, সাধারণ সম্পাদক মাতপ্স মহানগর কমিটি। আবুল খাঁন সভাপতি মাতপ্স বালাগঞ্জ উপজেলা। ফরিদ আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাব সদস্য আবু তালেব, ফুজায়েল আহমদ, বাদল আহমদ প্রমুখ।
Leave a Reply