1. anjhonroy1@gmail.com : Anjhon Roy : Anjhon Roy
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

স্বৈরাচারমুক্ত দেশে সুন্দরভাবে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে: আমিনুল হক

  • আপডেটের সময়: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৫৬ ভিউ

বার্তা ডেস্ক ::  স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এই প্রথম বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ মানুষ সুন্দরভাবে উদযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

সোমবার (১৪ এপ্রিল) পল্লবী-রূপনগর এলাকায় পৃথক দুই শোভাযাত্রা শেষে তিনি এ কথা বলেন। এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণ করা সাধারণ মানুষের মধ্যে আনন্দঘন অবস্থা বিরাজ করে। তারা বলছেন, দীর্ঘ ১৭ বছর পরে নববর্ষ উদযাপনে এরকম আনন্দ আর কখনোই পাইনি।

আমিনুল হক বলেন, সাধারণ মানুষের মধ্যে নববর্ষের আনন্দ বৈশাখী শোভাযাত্রায় বহিঃপ্রকাশ পেয়েছে। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এই প্রথম বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ মানুষ সুন্দরভাবে উদযাপন করছে। বিশেষ করে তৃণমূল থেকে সব পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে আনন্দ উচ্ছ্বাস ভাগাভাগি করতে পারছে।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে বসবাসরত বাংলা ভাষাভাষী সব বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো হানাহানি বিশৃঙ্খলা এবং কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। আমরা দল-মত নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।

পয়লা বৈশাখের প্রত্যয় ব্যক্ত করে আমিনুল হক বলেন, আমাদের সবার ভেতরে একটি ভ্রাতৃত্ববোধ ও একটি আন্তরিকতাবোধ সম্পর্ক রেখে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

বৈশাখী এ শোভাযাত্রায় অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব অ্যাড রুনা লায়লা, যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, বিএনপি নেতা শাহ আলম মোল্লা, যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, শেখ হাবিবুর রহমান হাবিব, অলিউল হাসানাত তুহিন, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, যুগ্ম আহ্বায়ক মোকছেদুর রহমান আবির, আনিছুর রহমান, মোতালেব হোসেন রতন, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম, রূপনগর থানা ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর, যুগ্ম সম্পাদক মো. সেলিম, সহ-সভাপতি ফুতুন মিয়া, পল্লবীর ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু, রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল আলম টুটুল, যুবদল রূপনগর থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাঈম হোসেনসহ প্রমুখ।

এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতারা।

এর আগে সকালে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের আয়োজনে বাংলা নববর্ষের এক অনুষ্ঠানে আমিনুল হক প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক জিনাত ফারহানা। স্কুল গভর্নিং বডির সভাপতি মোকছেদুর রহমান আবির বিশেষ অতিথির বক্তব্য দেন।

এরপরে তিনি মিরপুরের সাংবাদিক প্লটে দুর্ঘটনায় আহত প্যারাডাইস স্কুলের ছাত্র রাফিনকে হুইল চেয়ার ও নগদ অর্থ দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com