1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

ঘরে ফেরার সময় হয়েছে, নেইমার

  • আপডেটের সময়: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ ভিউ

আল হিলালের সঙ্গে চুক্তি শেষ নেইমারের। তিনি এখন ফ্রি এজেন্ট। তবে তিনি যে তার শৈশবের ক্লাব সান্তোসে যাচ্ছেন, তা একরকম ওপেন সিক্রেট। সেই ক্লাবের সভাপতি মার্সেলো তেইশেইরা বিষয়টি অবশ্য নিশ্চিত করেননি। তবে তাকে আবেগি এক পোস্টে তাকে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার এক ভিডিওবার্তা দিয়েছেন তিনি। সেখানে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘সময় এসেছে নিজের মানুষের কাছে ফেরার। সময় এসে গেছে, নেইমার। সময় হয়েছে তোমার নিজের মানুষের কাছে ফেরার। তোমার ঘরে, আমাদের প্রিয় ক্লাবে।

সে ভিডিওবার্তায় ক্লাব সভাপতির উচ্ছ্বাস ছিল স্পষ্ট, ‘স্বাগতম, নেই-বয়!… এসো, আবার সুখ খুঁজে নাও পবিত্র এই জার্সিতে। সান্তোসের জনগণ তোমাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে অধীর আগ্রহে।’

 

সোমবার নেইমার ও সৌদি ক্লাব আল-হিলালের মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে চুক্তি বাতিল হয়। এর ফলে রিয়াদে তার চোটজর্জর ১৮ মাসের অধ্যায়ের সমাপ্তি ঘটে।

২০২৩ সালের আগস্টে আল-হিলালে যোগ দেওয়ার পর প্রায় ১০৪ মিলিয়ন ডলার বাৎসরিক বেতনের চুক্তি করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে সেখানে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছিলেন। চোটের কারণে এরপর আর খুব বেশি খেলা হয়নি তার।

 

নেইমার তার পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন সান্তোসের হয়ে, যেখানে ২০০৯ সালে অভিষেকের পর ২২৫ ম্যাচে ১৩৬ গোল করেছিলেন। এরপর ২০১৩ সালে তিনি বার্সেলোনায় যোগ দেন এবং ২০১৫ সালে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে দুর্দান্ত ত্রয়ী গড়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন।

 

২০১৭ সালে কাতার মালিকানাধীন পিএসজি রেকর্ড ২২০ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে তাকে বার্সেলোনা থেকে দলে নেয়, যা এখনো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ট্রান্সফার ফি।

 

ব্রাজিল জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নেইমারের নাম রয়েছে শীর্ষে। ১২৮ ম্যাচে তার গোলসংখ্যা ৭৯, যা কিংবদন্তি পেলেকে দুই গোলের ব্যবধানে ছাড়িয়ে গেছে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com