জগন্নাথপুর প্রতিনিধি: আনন্দ শোভাযাত্রা সহ নানান আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা প্রসাশনের উদ্যোগে দিনব্যাপী বাঙ্গালীর অন্যতম প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে উপজেলা পরিষদের সামন থেকে বাংলা নববর্ষের আনন্দ শুভযাত্রা র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম, সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, উপ-সহকারী আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাবেল সহ প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্তিত ছিলেন।
এদিকে উপজেলা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে জাতির শান্তি সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা সহ অন্যান্য উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply