প্রধান প্রতিবেদক।। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়া এলাকায় সেতুর অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ২৫ হাজার মানুষ। স্থানীয় শাখা বরাক নদীর উপর স্থায়ী সেতু না থাকায় এলাকাবাসীকে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো এবং বর্ষাকালে নৌকায় চলাচল করতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, করগাঁও ইউনিয়নের অন্তর্গত ছোট শাখোয়া গ্রামের মাঝখানে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা এবং ইউনিয়ন পরিষদ নদীর পাড়ে অবস্থিত। আশপাশের ৮টি গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে দৈনন্দিন কাজ, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত ও চিকিৎসাসেবা গ্রহণ করতে বাধ্য হচ্ছেন।
বড় শাখোয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রুবেল মিয়া বলেন, একটি সেতুর অভাবে হাজার হাজার মানুষের ভোগান্তির শেষ নেই। বিশেষ করে শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুলে আসা-যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হচ্ছে।
স্থানীয় বাসিন্দা চালিক মিয়া জানান, বছরের পর বছর আমরা একটি সেতুর জন্য দাবি জানিয়ে আসছি। নির্বাচনের সময় নেতারা আশ্বাস দেন, কিন্তু কাজের কাজ কিছুই হয় না।
নদীর অপর পাড়ে রয়েছে টুকের বাজার, ইউনিয়ন পরিষদ অফিস, উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়। বর্ষায় নদী পার হতে নৌকা ব্যবহার করলেও হেমন্তে একমাত্র ভরসা বাঁশের সাঁকো। এতে নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুরা চরম দুর্ভোগে পড়ছেন। এমনকি কারও মৃত্যু হলে মৃতদেহ কবরস্থানে নেওয়ার কাজটিও হয়ে ওঠে দুরূহ।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলার এলজিইডি প্রকৌশলী জুনায়েদ আলম জানান, শাখা বরাক নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমানে তা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেতুটি নির্মাণে প্রায় ১ কোটি টাকা ব্যয় হতে পারে।
স্থানীয়রা দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা মনে করেন, অবহেলিত এ জনপদের উন্নয়নের জন্য একটি সেতু এখন সময়ের দাবি।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply