স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৭ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়।এর আগে শুক্রবার রাতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ঈশানকোনা গ্রামের সৈয়দ সিরাজ মিয়ার ছেলে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি সৈয়দ সাইদ আহমেদ (২৪), মিরপুর ইউনিয়নের হাসান হাফেমাপুর গ্রামের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হাফিজুর রহমান (৪৫), পীরেরগাঁও গ্রামের সেবুল মিয়া (৩৮), রতন মিয়া, (৩৩), জীবন মিয়া (২৮), নলুয়া নোয়াগাঁও গ্রামের আব্দুল হক টুনু (৫০) ও মধু মিয়া (৪০)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ বলেন, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply